শুক্রবার ০২ মে ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ১২ এপ্রিল ২০২৫ ১১ : ১১Krishanu Mazumder
কৃশানু মজুমদার: মাঠে রক্ত ঝরিয়ে হোসে মোলিনাকে ট্রফি এনে দিয়েছিলেন তিনি। আজ সেই তিনিই সুদূর পর্তুগাল থেকে নজর রাখবেন তাঁর পুরনো 'হেডস্যর'-এর দিকে। তিনি হেনরিকে সেরেনো। শনি সন্ধ্যায় যুবভারতী উত্তাল হবে। আইএসএল ফাইনালে মোহনবাগান বনাম বেঙ্গালুরু লড়াই দেশের ফুটবলের সেরা বক্স অফিস।
২০১৬-র সেই রক্তস্নাত ফাইনাল নিশ্চয় মনে রয়েছে মোহনবাগানের স্প্যানিশ কোচ মোলিনার। মনে রয়েছে এদেশের ফুটবলপাগলদের। মোলিনা তখন এদেশের ফুটবলে আগন্তুক।
আইএসএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় সঞ্জীব গোয়েঙ্কার অ্যাটলেটিকো দ্য কলকাতা। আন্তোনিও লোপেজ হাবাস সেই জয়ের রূপকার ছিলেন। পরের বছর ব্যর্থ হয় এটিকে। ২০১৬-য় দলের রিমোট কন্ট্রোল এসে পড়ে হোসে মোলিনার হাতে। তার পরের ঘটনা ইতিহাস।
৯ বছর পরে সেই মোলিনাই এখন মোহনবাগানের স্বপ্নের সওদাগর। তাঁকে ঘিরেই স্বপ্ন দেখছেন সবুজ-মেরুন সমর্থকরা। দ্বিতীয় বার আইএসএল জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি। অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখাচ্ছে তাঁর সবুজ-মেরুন ব্রিগেড। মনে করিয়ে দিচ্ছে, সেই মিডাস রাজার কথা। মোলিনাই কি সেই মিডাস রাজা? যাঁর ছোঁয়ায় সোনা ফলছে? হয়তো তাই।
শনি-সন্ধ্যায় মোলিনা যখন যুবভারতীতে নামবেন, তাঁর পর্তুগিজ শিষ্য ভাসবেন নস্ট্য়ালজিয়ায়। ফিরে যাবেন ২০১৬-র সেই ফাইনালে।
কেরালা ব্লাস্টার্সের সঙ্গে পিছিয়ে পড়েছেন মোলিনার ছেলেরা। সেই সময়ে সেরেনো সমতা ফেরান দলের হয়ে। তাঁর কপাল ফেটে রক্ত ঝরেছিল সেদিন। মাথায় ব্যান্ডেজ বেঁধে দাঁতে দাঁত চেপে তিনি লড়ে গিয়েছিলেন মোলিনার জন্য। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ থাকার পরে, ম্যাচের নিষ্পত্তি হয়েছিল পেনাল্টি শুট আউটে। চ্যাম্পিয়ন হয়েছিল হোসে মোলিনার দল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে খেলা সেরেনো তাঁর প্রাক্তন কোচ মোলিনা সম্পর্কে আজকাল ডট ইন-কে বলছেন, ''মোলিনা খুব সিরিয়াস প্রকৃতির মানুষ। সব সময়ে সিরিয়াস থাকতেন। ফাইনাল জেতার পরে মোলিনার মুখে প্রথমবার হাসি দেখেছিলাম।''
মোলিনা এখন বদলেছেন অনেকটাই! আপুইয়ার দুর্ধর্ষ গোল দেখে তিনি মাঠের ভিতরেই শিশুর আনন্দে মেতে ওঠেন। ফাইনালে তাঁর হাতে যে কি তাস লুকিয়ে রয়েছে, তা একমাত্র তিনিই জানেন। সেরেনো বলছেন, ''পুরোদস্তুর পেশাদার কোচ মোলিনা। দশে দশ দেব আমি। আমি নিশ্চিত বেঙ্গালুরুর বিরুদ্ধে অন্য মোলিনাকে দেখা যাবে।''
২০১৬-র পর কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর। মোলিনার প্রাক্তন শিষ্য সেরেনো এখন ফুটবল ছেড়ে প্রশাসনে। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের দল এভিএস ফুটেবল স্যাড দলের প্রেসিডেন্ট। দু'বার আইএসএল খেতাব জিতেছেন তিনি।
প্রথমবার মোলিনার এটিকে-র হয়ে। দ্বিতীয় বার চেন্নাইয়িনের জার্সিতে। সেরেনো আইএসএলের প্রতিটা ম্যাচ এখনও দেখেন। দেশের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টের মান বেড়েছে বলেই মনে করেন তিনি। পর্তুগিজ ডিফেন্ডার ফিরে যাচ্ছেন তাঁর ফেলে আসা সময়ে। মোলিনা-বন্দনা করে বলছেন, ''মোলিনা নিজের লক্ষ্যে অবিচল থাকেন। ওঁর মানসিকতাই অন্যরকমের। সফল হওয়ার জন্য সবসময়ে বাকিদের উৎসাহ জোগান। এরকম একজন কোচ যদি দলে থাকেন, তাঁর জন্যই নিজেকে উজার করে দেওয়া যায়।''
সেবারের ফাইনালে মাঠে লড়েছিল কেরালা ব্লাস্টার্স ও অ্যাটলেটিকো দ্য কলকাতা। গ্যালারিতে লড়াইটা ছিল শচীন তেণ্ডুলকর বনাম সৌরভ গাঙ্গুলির। দু' দলের প্রথম একাদশে ছিলেন একাধিক বাঙালি ফুটবলার। সেরেনো নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিচ্ছেন মোহনবাগান শিবিরে। মোলিনার প্রাক্তন শিষ্য বলছেন, ''পরাজিতদের কেউ মনে রাখে না। জয়ীদের কথাই মনে থেকে যায় চিরকাল। আমরা জিততে চেয়েছিলাম, জিতে মাঠ ছেড়েছিলাম। তোমরাও একই ভাবে জয় এনে দাও।'' ফাইনালের আগে সেরেনোর মন্ত্রেই নিশ্চয় কামিন্স-শুভাশিসদের দীক্ষিত করেছেন মোলিনা।
আজ দেশের শ্বাস প্রশ্বাসে মোহনবাগান। মোহনবাগানের নিঃশ্বাসে হোসে মোলিনা।
নানান খবর

নানান খবর

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

অবসর নিয়েও শান্তি নেই, স্যামসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন বছরের জন্য সাসপেন্ড শ্রীসন্থ

ইংল্যান্ড সিরিজে এই তরুণ তুর্কিকে নিয়ে যাক ভারত, আইপিএলের মাঝেই চাঞ্চল্যকর দাবি রবি শাস্ত্রীর

সুযোগ পেলে আর চেন্নাই নয়, আইপিএল এই দলের হয়ে খেলতে চান রায়না

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও

কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ

ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের

ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ

এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা